Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৫ অক্টোবর ২০১৭: আঃ হাকিম-তারাগঞ্জঃ
রংপুর জেলাধীন তারাগঞ্জের কুর্শা ইউনিয়নে গ্রাম পর্যায়ে নিয়ে এল, বুড়ীরহাট পার্শ্ববর্তী এলাকা পশ্চিম রহিমা পুরে স্বনামধন্য কৃষক নানা রকম উন্নয়ন মুলক কৃষি চাষাবাদের রুপকার-
আলহাজ্ব মোঃ সামছুল কাদের সরকার এবারে চাষাবাদের তালিকায় চমক লাগিয়ে দিলেন দুর্লভ ও দামি ফল “ড্রাগন” চাষের মাধ্যমে। সৌখিন এই কৃষক সাংবাদিক সাক্ষাৎকারে সময় আনন্দের সাথে জানালেন তিনি তার মেয়ের সখ ও স্বপ্ন পূরনের জন্য বাগান করার উদ্যোগ নেন। তিনি আরও বলেন এলাকার সকল কৃষক চাষি যেন ড্রগন ফল চাষে আগ্রহী হয় এই ভেবে রাস্তার ধারেই উল্লেক্ষযোগ্য এই ফলের বাগান লাগিয়েছেন। তিনি গ্রামীণ কাঠামোতে আধুনিক ও যুগোপোযুগী কৃষি জাত ফল ও অন্যান্য দামী চাষাবাদ করতে আগ্রহী।
এ ব্যাপারে তিনি আওতাধীন জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কৃষি পরামর্শ মুলক সহায়তা পেলে আরও ভিন্নধর্মী কিছু উন্নত মানের ফলের চাষ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।