Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৫ অক্টোবর ২০১৭: কামরুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারমিন আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা করেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সামাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান আব্দুস সালাম।
স্কুলছাত্রী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সামাদপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও দুওসুও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
দুওসুও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য দরিবুল্লাহ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরে স্কুল থেকে ফেরার পর শারমিন খাওয়া দাওয়া করে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। মাঠ থেকে ফেরার পর নিজের শয়ন ঘরে বাশেঁর বিমের সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে। শারমিনের মা বিকালে আসরের নামায পড়ার জন্য ঘরে ঢুকলে শারমিনকে ঝুলন্ত অবস্থা দেখে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ফাঁস খুলে নামানোর পুর্বেই শারমিন মুত্যুবরণ করে।
দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান শারমিনের পরিবারের বরাত দিয়ে জানান, শারমিনের ছোট থেকেই মৃগিরোগের সমস্যা ছিল। সে কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন ও স্থানীয়রা মনে করছেন ।