খােলা বাজার২৪। শনিবার, ২৮ অক্টোবর ২০১৭: বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার নয়, আগের মতো তত্ত্বাবধায়ক সরকারই চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনায় এ কথা জানান তিনি।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তত্ত্বাবধায়ক প্রয়োজন মন্তব্য করে মওদুদ বলেন, সহায়ক সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারই চায় বিএনপি।
তিনি অারও বলেন, ভোটের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। সেনাবাহিনী নামবে এবং তাদের পূর্ণ ক্ষমতা দিতে হবে। সহায়ক সরকার থাকলে নির্বাচন কমিশনের (ইসি) ওপর ক্ষমতা প্রয়োগ হবে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। শুধু তাই নয়, ইসির মাঠ পর্যায়ে লোক নেই। তারা কাজে লাগবে প্রশাসন।
আর প্রশাসন মানেই প্রধানমন্ত্রীর আওতা। এমন হলে সুষ্ঠু ভোট কোনোভাবেই সম্ভব না।
বিগত দুই বছর কোনো আন্দোলন হয়নি জানিয়ে মওদুদ বলেন, সামনে নির্বাচন। তত্ত্বাবধায়কের দাবি আদায়ে প্রয়োজনে আবার আন্দোলনে মাঠে নামতে হবে। জনগণও এর অপেক্ষায় আছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।