Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৮অক্টোবর ২০১৭: কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সেখানে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে এরই মধ্যে ঢাকার গুলশানের বাসভন থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে যাত্রাপথটা খুব একটা সুখকর হচ্ছে না তার। নারায়নগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত গিয়েই তীব্র যানযটের মধ্যে পড়েছে খালেদা জিয়ার গাড়িবহর।

সাইনবোর্ড থেকে কাচপুর ব্রীজ পর্যন্ত প্রচুর সংখ্যক যানবাহনের ফলে রাস্তাটিতে যানজটের তীব্র আকার ধারণ করে। এ নিয়ে গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের মাঝে বেশ উদ্বেগও দেখা দিয়েছে।

এদিকে সকালে রওনা হওয়ার সময় থেকে বিএনপি চেয়ার পারসনকে স্বাগত জানাতে ঢাকা মহানগরীরর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা নয়া পল্টন. কাকরাইল মোড় এবং টিকাটুলি মোড়ের রাস্তাগুলোতে অবস্থান নে। একই সঙ্গে শনির আখড়া, সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গসংঘটনের নেতারাও অবস্থান নিতে দেখা গেছে।

অন্য দিকে খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যানজটের গাড়ি সরানোর জন্য নিজেই রাস্তায় নেমেছেন। রাস্তায় এলোমেলোভাবে আটকে থাকা গাড়িগুলো সরানোর জন্য ইশারা দিতে দেখা গেছে তাকে।