Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৮অক্টোবর ২০১৭: ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের পাঁচ স্থানে ব্যারিকেড দিয়েছে সরকারি দলের কর্মীরা। ফলে আজ শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ মহাসড়কে যানবাহন চলাচল অনেকটা বন্ধ রয়েছে।
কেউ কেউ ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।

জেলা এিনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার ও দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ নেতারা অভিযোগ করে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা যখন তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার বেকের বাজার, তুলাতলী, নোয়াখালীর দুধমুখা, বসুরহাট ও সেনবাগে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। ফলে উভয় অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আজ শনিবার দুপুরে ফেনী সদরের মহিপালে সুগন্ধা পরিবহনের কর্মী আব্দুল আলীম জানান, সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় কোনও কোনও গাড়ি বহু পথ ঘুরে গন্তব্যে পৌঁছায়। রোকেয়া আক্তার নামের এক যাত্রী বলেন, “অনেক কষ্টে নোয়াখালী থেকে ফেনী এসে পৌঁছেছি। ” এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। ”

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন এ ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।