Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা চিহ্নিত উল্লেখ করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে।

সাংবাদিকরাও তাদের হামলা থেকে রেহাই পায়নি।

আজ রবিবার সকালে চট্টগ্রামে বিভ্ন্নি হোটেলে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  তিনি আরো বলেন, আশা করছি সরকার তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে আন্তরিকতার পরিচয় দেবে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশে গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহরে গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ ছাড়া অর্ধশত গাড়ি ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তীব্র নিন্দা জানান।