Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনী ও মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

 

রবিবার গণমাধ্যমে প্রেরিতে বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গণমাধ্যম কর্মীদের আহত করা, গাড়ী ভাংচুর করা কোনো সভ্য সমাজে চিন্তাই করা যায় না।

 

নেতৃদ্বয় বলেন, যদিও এই হামলাকে ক্ষমতাসীন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আভ্যন্তরিন কোন্দল বলে চালিয়ে দিয়ে দায় এড়াতে চাচ্ছেন। দেশের গণমাধ্যমগুলোতে যখন হামলাকারীদের ছবি ও পরিচয় চলে এসেছে তখন কিভাবে নিজ দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী কার্যক্রম অন্যদের উপর চালিয়ে দেবার অপচেষ্টা করছেন তিনি ? আর এভাবে কি সরকারের শেষ রক্ষা হবে ? ওবায়দুল কাদের কি নিজেদের ব্যর্থতার দায় এড়াতেই এই ধরনের কথা বলছেন ?

 

নেতৃদ্বয় বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার দায় কোনভাবেই সরকার এড়াতে পারে না বলে অভিমত প্রকাশ করে বর্বরোচিত হামলায় ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।