Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক পরাজয় ক্রিকেটপ্রেমীদের ভাবিয়ে তুলেছে। সফরে এখনও একটি জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টাইগার ভক্তদের আশা- আজকের শেষ ম্যাচটিতে অন্তত ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

অথচ কিছু দিন আগে শ্রীলংকার মাটিতে লড়াকু ক্রিকেট উপহার দিয়েছে টাইগাররা। টেস্ট, ওয়ানডে ও টি ২০ সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

বিদেশের মাটিতে কোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ যখন সিরিজে দুর্দান্ত পারফর্ম করল তখন দক্ষিণ আফ্রিকা সফরেও ভক্তদের প্রত্যাশা একটু বেশিই ছিল।

দল দক্ষিণ আফ্রিকা সফরে ভালো কিছু করবে এই আশায় বুক বেঁধেছিলেন টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেনি বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ তেমন প্রতিরোধই গড়তে পারেনি। তবে প্রথম টি-২০ ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ।

টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জয়ের আশা দেখিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ রানে হারে। প্রথম টি-২০ ম্যাচে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।

তাদের মধ্যে তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম বল হাতে একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রুবেল হোসেন কিছুটা ভালো করেছেন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়েও ভক্তদের আশা অনেক। অন্তত একটি ম্যাচে হলেও জয় চায় টাইগাররা।

তাই একাদশ নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

পেসাররা যেহেতু প্রথম ম্যাচে তেমন ভালো করতে পারেননি, তাই দ্বিতীয় ম্যাচে একজন পেসার কম খেলানো হতে পারে। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন একজন ব্যাটসম্যান।

একাদশে দেখা যেতে পারে নাসির হোসেন অথবা লিটন কুমার দাসকে। অবশ্য লিটনের চেয়ে এক্ষেত্রে এগিয়ে থাকবেন নাসির। কেননা বোলিংয়েও নাসিরকে কাজে লাগানো যেতে পারে।

একজন ব্যাটসম্যান বাড়ালে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শফিউল ইসলাম। গতির বিষয়টি যদি মাথায় রাখা হয় তা হলে শফিউলের চেয়ে এগিয়ে থাকবেন তাসকিন আহমেদ।

শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।