খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: আবারো কলকাতায় সম্মাননা পদকের জন্য মনোনীত হলেন, বৃহত্তর নোয়াখালীর গণমানুষের মুখপাত্র, দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক রফিকুল আনোয়ার। আগামী ১৪-ই নভেম্বর বিকেল ৫ টায় আই সি সি আর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেয়া হবে। ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব গঙ্গা পদ্মা সাহিত্য সৌহাদ্যের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে থাকবেন। কারিগরী শিক্ষা ও অর্থ প্রযুক্তি বিভাগের মন্ত্রী পুর্নেন্দ বসু, খাদ্য প্রক্রিয়াকরন ও উদ্যান পালন মন্ত্রী আবদুর রেজ্জাক, শ্রম বিভাগ মন্ত্রী জাকির হোসেন, সাংসদ আহমদ হাসান ইমরান, বিশিষ্ট সংঙ্গীত শিল্পী কবির সুমন, কল্যান কাজী, নতুন গতির সম্পাদক এমদাদুল হক নুর, বিশিষ্ট কথা সাহিত্যিক আবদুর রাকিব, দৈনিক স্টেটসম্যান সম্পাদক শেখ সদর নইম, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. গৌতম পাল, দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র পট্টনায়ক, এই সময়ের বিশিষ্ট সাংবাদিক অমল সরকার, বিশিষ্ট প্রাবন্ধিক মইনুল হাসান, সাংবাদিক ড. আবদুস সাত্তার, কথা সাহিত্যিক ওয়ালে মহম্মদ, কবি ও সাহিত্যিক লাল মিয়া মোল্লা, আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড.আমীনা খাতুন, আসানসোল গার্লস কলেজের অধ্যাপিকা নাফিসা পারভীন, বিশিষ্ট শিক্ষাবিদ দীপকদাস, দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিবুকান্ত বর্মন, অবাক পৃথিবীর সম্পাদক জহিরুুল হাসান খোকন, উদার আকাশের সম্পাদক, আয়োজক ফারুক আহমেদ। নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল আনোয়ার চলতি বছরের শুরুতে কলকাতায় সৃজন বার্তা মৈত্রী প্রদক ও বছরের মাঝামাঝি সময়ে বারাসাত কথামালা প্রদক লাভ করেন।
আজ নোয়াখালী বিভাগের দাবীতে মতবিনিময় সভা
প্রতিবেদক : নোয়াখালী বিভাগ সহ ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষে আজ ৩০ অক্টোবর সোমবার বেলা ৩ ঘটিকায় পল্টনস্থ রুপায়ন তাজে নোয়াখালী জেলা সমিতি কার্যালয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের আহবায়ক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার সভাপতিত্বে লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, নোয়াখালীর সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ ও মোরশেদ আলম, এফবিসিসিআই’র পরিচালক আতাউর রহমান ভূইঁয়া মানিক, ডাক্তার সিরাজুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টিসহ নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির বাকি দাবী সমূহ হল ঃ
* অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন চাই ।
* নোয়াখালীতে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ চাই ।
* নোয়াখালীতে সমুদ্র বন্দর নির্মাণ চাই।
* নোয়াখালীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ।
* কোম্পানীগঞ্জ কবিরহাট উপকূলে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ ও মহিপাল চৌমুহনী সড়ক ৪ লেনে উর্ত্তীণকরন চাই
* লক্ষ্মীপুরে আধুনিক নৌ-বন্দর, ও রেল লাইন সংযোগ সড়ক দ্রুত স্থাপন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতাল কে ১০০ সয্যা থেকে ২৫০ সয্যায় উন্নতকরণ চাই।
* নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নোয়াখালী সরকারি কলেজ কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউট কে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন চাই।
* নোয়াখালীতে একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও সরকারি ক্যাডেট কলেজ স্থাপন এবং লক্ষীপুরে নৌবন্দর ও ফেনী লক্ষীপুর রেল লাইন স্থাপন।
আজকের মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের আহবায়ক মোঃ রফিকুল আনোয়ার অনুরোধ জানিয়েছেন।