খােলা বাজার২৪। সোমবার,৩০ অক্টোবর ২০১৭: ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ প্রতিবন্ধী প্রার্থীকে ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম। কর্মকমিশনের (পিএসসি) পক্ষে ছিলেন মো. খালেকুজ্জামান।
সোমবার রিটকারীদের আইনজীবী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রোববার আদালত রায় দিয়েছেন। রায়ে পাঁচ প্রার্থীকে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ৩৪তম বিসিএসে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০১২ সালের ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা গেজেট বিসিএস ক্যাডার সার্ভিস এবং অন্যান্য ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা সংরক্ষণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।
৩৪তম বিসিএসে দুই হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এতে মাত্র তিনজন প্রতিবন্ধীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সে কারণে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ওই এক শতাংশ কোটা পূরণ না হওয়ায় নন-ক্যাডার তালিকায় থাকা পাঁচ প্রতিবন্ধী রিট আবেদনটি করেন।