Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার ৩১ অক্টোবর ২০১৭: বাংলা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা চৌধুরী ওরফে নির্মল চন্দ্র সূত্র ধরের বিরুদ্ধে কৃষি জমি দখল ও ভিটেবাড়ি উচ্ছেদ করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বাংগালগাঁও এবং পশ্চিম পোড়াদিয়ার ১৪ ব্যক্তির কৃষি জমি ও ভিটেবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এখন জুট মিল করার নামে রানা চৌধুরী ওরফে নির্মল চন্দ্র সূত্র ধর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জবর দখল করা জমিতে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করেছে। এ ব্যাপারে বেলাব থানা ও নরসিংদী  কোর্টে তার বিরুদ্ধে একাধিক জিডি,  ফৌজদারী ও দেওয়ানি মামলা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন লেকান্দর, আয়েশা খাতুন, আলাল উদ্দিন,মোঃ মধু মিয়া,সুমন,মোঃ এবাদুল্লাহ, যাদু মিয়া, মোঃ মিজান মিয়া, দুলা মেন্ত্রী,মোঃ মান্নান, আঙ্গুর মিয়া, হাবিজ উদ্দিন।