Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার ৩১ অক্টোবর ২০১৭: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সাত নং গুয়ারেখা ইউনিয়নের পাথলীপাড়া নামক গ্রামটি সন্ধ্যা নদীর অবস্থিত আর অপর পাশে আট নং সমুদয়কাঠি ইউনিয়ন।এ গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ থাকার পরও রাস্তা ঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি তাই এই দুই ইউনিয়নের দুর্ভোগ চরমে!

বর্ষার সময় গ্রামের রাস্তা জোয়ারের পানিতে তলিয়ে যায়।একারনে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে মুসল্লিরা মসজিদে যেতে পারে না।আওয়ামীলীগ সরকার ২০০৯ সালে সরকার গঠন করার পরে পাথলিপাড়া গ্রামের পাশের গ্রামে দুইবার ইটের উপর ইট অর্থাৎ ইট থাকা অবস্থায় সেই ইট উঠিয়ে আবার ইট দেওয় তাতে পার্শ্ববর্তী গ্রামের কোন সাধারণ জনগণের কোন উপকার হয়নি এমনকি এই রাস্তার মাটির কাজও করানো হয়নি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় প্রার্থীরা এসে নানা রকম ওয়াদা করলেও নির্বাচিত হওয়ার পর এই চেয়ারম্যানের এখন আর এই রাস্তার প্রতি কোন বরাদ্দ নেই বলে জানায় ।এ এলাকার জনগন অনেক কষ্ট স্বীকার ও অর্থ খরচ করে সাত নং গুয়ারেখা ইউনিয়নে মানুষ নদীর ওপার হয়ে আট নং সমুদয়কাঠি ইউনিয়ন যেতে হয়।

এজন্য তাদের পুরো একটি দিন নষ্ট হয় , এতে এলাকার সব শ্রেনীর মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে নিন্ম আয়ের মানুষ পাথলীপাড়া গ্রামটিকে আট নং সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের চার নং ওয়ার্ডে অন্তভুক্ত করে গ্রামটির উন্নয়ন করার জন্য পিরোজপুর জেলা প্রশাসকের বরাবরে চিঠি দিয়েছে । জেলা প্রশাসক এই বিষয়ে এখনো কোন ব্যবস্থা গ্রাহন করেনি!

উল্লেখ্য যে, গুয়ারেখা ইউনিয়ন ও সমুদয়কাঠি ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় উভয় ইউনিয়নের চেয়ারম্যান দ্বয়ের কোন গুরুত্ব নেই, এলাকাবাসী জানেনা যে, এ গ্রামের উন্নয়ন কে করবে।