খােলা বাজার২৪। মঙ্গলবার ৩১ অক্টোবর ২০১৭: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ওই পেট্রলবোমা হামলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরছিলেন খালেদা জিয়া। বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহীপালের ফ্লাইওভার এলাকা অতিক্রম করার কয়েক মিনিট আগে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে বাস দুটি আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। এর আগেই বাস থেকে নেমে যায় যাত্রীরা।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা হাতে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মিজানুর রহমান জানান, সরকার দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে ক্ষতিসাধনের উদ্দেশ্যে এই হামলা চালায়। তবে ছাত্রদলের কঠোর অবস্থানের কারণে এই হামলা সফল হয়নি। এ ঘটনাটি সরকার দলীয়দের পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন তিনি।
এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতেই হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। ফেনী শহরের কাছে ফতেপুরে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় দুর্বৃত্তরা গণমাধ্যমের গাড়িসহ ১৫-১৬টি গাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় ১১ জন সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।