খােলা বাজার২৪। বুধবার, ১ নভেম্বর, ২০১৭: চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১৫২ জন হাজি মারা গেছেন।
এসব হাজিদের মধ্যে ১৩১ জনের পাসপোর্ট ও মৃত্যুসনদ আশকোনার (ঢাকা) হজ অফিস থেকে সংগ্রহ করা যাবে।
হজ পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মক্কা শরিফের শারায়া কবরস্থান, মদিনার জান্নাতুল বাকি ও জেদ্দার কবরস্থানে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, জান্নাতুল বাকি কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে মুহাম্মদ (সা.) এর অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে। মুহাম্মদ (সা.) এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর মৃত্যুবরণকারীদের মধ্যে সৌদি আরব থেকে ১৩১ জনের পাসপোর্ট ও মৃত্যুসনদ ঢাকার হজ অফিসে পাওয়া গেছে। মৃত্যুকরণকারী এসব হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইস্যু করা ওয়ারিশান সনদ, ওয়ারিশদের মধ্যে যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ (জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে) অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
মৃত হজযাত্রীদের তালিকা http://www.hajj.gov.bd/ওয়েব সাইটে দেওয়া হয়েছে। তালিকায় মরহুম হাজি সাহেবের নাম, পাসপোর্ট নম্বর, পুরো ঠিকানা, এজেন্সির নাম, মৃত্যুর কারণ, স্থান, তারিখ ও দাফনের স্থান উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব যান।