খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: ২ নভেম্বর, ২০১৭ তারিখে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রশিদ, জোনাল হেড, খুলনা জোন, জনাব মোঃ নুরুজ্জামান, চেয়ারম্যান, খুলনা ওয়াসা, জনাব মো: ফরিদুর রহমান জালাল, এফভিপি, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং, জনাব মোঃ আনোয়ারুল হক, শাখা ব্যবস্থাপক, মাগুরা শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, জনাব মোঃ খায়রুজ্জামান, প্রিন্সিপাল, বিনোদপুর ডিগ্রী কলেজ, জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান, বিনোদপুর ইউনিয়ন, জনাব শাহাবুদ্দিন মোল্যা, এজেন্ট, এজেন্ট ব্যাংকিং আউটলেট। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।