খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যানে রাজস্ব এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দেড় লক্ষ টাকা পরিশোধের মধ্য দিয়ে আয়কর মেলা শুরু হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে আয়কর অফিস চত্বর, ঠাকুরগাঁওয়ে ৪দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত সহকারি কর কমিশনার আনোয়ার আহমেদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯ সার্কেলের সহকারি কমিশনার কামরুল হক। এ সময় ব্যবসায়ী আব্দুস সালাম তার করের দেড় লক্ষ টাকার চেক প্রধান অতিথির হাতে তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
বক্তাগণ বলেন বাংলাদেশে ১৭ কোটি মানুষ কিন্তুআয়কর পরিশোধ করে মাত্র ১২ লক্ষ মানুষ। এ জন্য সকলকে দেশের উন্নয়নের স্বার্থে কর পরিশোধের জন্য অনুরোধ জানান।