খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারকে সমঝোতায় আসতেই হবে, সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই জয়ী হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারকে সমঝোতায় আসতেই হবে, সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘জনগণের কল্যাণের কথা চিন্তা করে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি আমরা সংঘাত চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন জনগণের আশা পূরণ হয় সে জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’ তিনি আরো বলেন, ‘তাঁরা (সরকার) জানে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না, সে জন্য তারা সমঝোতায় আসতে চাইছেন না।’
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু প্রমুখ।