Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: মানুষের যুক্তি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলার প্রতি মনযোগ নষ্ট হয়ে যায় খেলোয়াড়দের। ধীরে ধীরে ফর্ম হারিয়ে অন্য মুখি হয়ে পড়ে তারা। তবে সেটাকে ভুল প্রমাণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

যেখানে ৩৫ বছর বয়সেই ক্যারিয়ার ইতি টানার চিন্তা করেন ক্রিকেটাররা। সেখানে কিনা নতুন করে ক্যারিয়ার শুরু করেছেন মালিক। চলতি বছরে ব্যাট-বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবার তিনি পেছনে ফেললেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে।

২০১৭ সালে ১৪ ইনিংস ৬৩ গড়ে ৫০৪ রান করেন শোয়েব মালিক। এ বছর তার ব্যাট থেকে আসেছে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি।

চলতি বছর পাঁচ নাম্বারে নেমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন মোহাম্মদ। তিনি করেছেন ৪৮৭ রান। ইংল্যান্ডের বেন স্টোকসের রান ৪০৮ আর ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এ বছর পাঁচ নাম্বারে নেমে করতে পেরেছেন ৩৯৮ রান।