Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭: বিএনপি যে কোনো প্রতিকূল অবস্থাতেও জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি এই সমাবেশের আয়োজন করে।

মওদুদ বলেন, সরকার কোনো যড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না। যত প্রতিকূল অবস্থায়ই থাকুক না কেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে গণবিস্ফোরণ হবে।