Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭: বছর ঘুরে আবারও মাঠের লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে আগামী ৪ নভেম্বর। অন্যবার চ্যানেল নাইনে বিপিএলের ম্যাচ দেখা গেলেও এবার দেখা যাবে গাজী টিভিতে। একমাত্র ভারতছাড়া ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশেরই ক্রিকেটাররা এখানে অংশগ্রহণ করে থাকেন। দেশের সেরা সেরা ক্রিকেটাররারা তো আছেনই।

মোট ৭টি দল। টুর্নামেন্ট শুরু ৪ নভেম্বর থেকে। শেষ হবে ১২ ডিসেম্বর। প্রায় ৪০ দিনের এই টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৬টি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের পদচারনায় মুখরিত থাকবে সিলেট-ঢাকা এবং চট্টগ্রাম।

বিপিএলের মাঠের লড়াইয়ে কারা কারা অংশ নিচ্ছে?

আসুন জেনেনি বিপিএলের খেলোয়াড় তালিকা:

চিটাগাং ভাইকিংস: সৌম্য সরকার (আইকন), এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শুভাশিস রায়, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ তানবির হায়দার, ইরফান শুকুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, লুক রনকি, লিয়াম ডসন, নজিবুল্লাহ জাদরান, লুইস রিস, সিকান্দার রাজা, মিসবাহ-উল হক, দিলশান মুনাভিরা।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরিফুল্লাহ, নাবিল সামাদ, দাসুন সানাকা, দানুসকা গুনাথিলাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উপল থারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান সিনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্তোকি, আন্দ্রে ম্যাকআর্থি, গুলাম মুদাস্সার খান, চতুরঙ্গ ডি সিলভা।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজিব, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম, সাঈদ খালেদ আহমেদ, কুমার সাঙ্গাকারা, শহিদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনিল নারিন, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসাইন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, আল আমিন হোসেন, লিটন কুমার দাস, আরাফাত সানি, মোহাম্মদ সাইফুদ্দিন, অলক কাপালি, মেহেদী হাসান, এনামুল জুনিয়র, রাকিবুল হাসান, মেহেদী হাসান রানা, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্র্যাভো, ডোয়াইন ব্র্যাভো, গ্রায়েম ক্রেমার, কলিন মুনরো, জস বাটলার, হাসান আলি, ফাখর জামান, ফাহিম আশরাফ, ইমরান খান, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রইস খান।

খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোশাররফ রুবেল, আবু জায়েদ রাহি, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ, সাইফ হাসান, জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, রিলে রুশো, কাইল অ্যাবোট, কার্লোস ব্র্যাথওয়েট, চাডউইক ওয়ালটন, শেহান জয়সুরিয়া, জোফরা আরকার, আকিলা ধনাঞ্জয়া, মাইকেল ক্লিঙ্গার।

রাজশাহী কিংস: মুশফিকুর রহীম (আইকন), মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, জাহির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসাইন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজি অনিক, ড্যারেন স্যামি, লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির, রাজা আলি দার।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (আইকন), মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, সোহাগ গাজী, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, সামিউল্লাহ সেনওয়ারি, জহির খান, স্যাম হেইন, ব্রেন্ডন ম্যাককালাম।