খােলা বাজার২৪।শনিবার, ৪ নভেম্বর, ২০১৭: দেশে বর্তমানে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। স্বল্প খরচে এসব মাধ্যম ব্যবহার করে অনায়াসেই এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদান ও ভাবের বিনিময় হচ্ছে। ভিডিওতে কথা বলার জন্য রয়েছে একাধিক সফটওয়্যার। স্কাইপে, ইমো, ফেসবুক, গুগুল ছাড়াও যে কোন মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করে থ্রি জি প্রযুক্তির সংযোজনের ফলে ভিডিও বার্তার মাধ্যমে সকল ধরনের তথ্য ও ভাবের আদান প্রদান করা যায়।
দেশ ডিজিটাল হওয়ার ফলেই বর্তমানে প্রায় সবাই ফেসবুকসহ নানা যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। স্কাইপে ব্যবহার করে শুধু বন্ধুদের সঙ্গে নয়, অনেক সময় পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গেও কথা ও ছবির আদান প্রদান করা যায়। এর সব কিছুই ডিজিটাল প্রযুক্তির ফলে সম্ভব হচ্ছে। বর্তমান সরকারের নতুন নতুন তথ্য-প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে।