Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ৪ নভেম্বর, ২০১৭: ৬৩তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) ঘিরে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিপিসি সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ নিরাপত্তা আগামী ৮ নভেম্বর পর্যন্ত থাকবে। সিপিসি সম্মেলনে আগত বিদেশি অতিথিদের জন্য বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল এবং যেসব হোটেলে তারা অবস্থান করবেন সেসব জায়গায় সমন্বিতভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মহাপরিদর্শক বলেন, শুধু তাই নয় পুরো ঢাকা শহর নিরাপত্তা বেস্টনির মধ্যে থাকবে। গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। সব কিছু মনিটরিংয়ের জন্য ডিএমপিকে দায়িত্বও প্রদান করা হয়েছে। আশা করি এই সম্মেলনও সুন্দরভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই শেষ হবে।

পুলিশ প্রধান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট নেই। সব কিছু মাথায় রেখেই নিরাপত্তা জোরদার আছে। সপিসি সম্মেলনকে ঘিরে সারা ঢাকা শহর জুড়েই নিরাপত্তা থাকবে। তিনি বলেন, ৫২টি কমনওয়েলথ দেশের ৫৪৬ জন অতিথি এতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, আজ রোববার থেকে ৬৩তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) ২০১৭ শুরু হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এ সম্মেলন ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।