খােলা বাজার২৪। শনিবার, ৪ নভেম্বর, ২০১৭: ভারত থেকে ৩০ হাজার টন চাল কিনতে দরপত্র আহবান করেছে ইরান। রয়টার্স বলছে এ দরপত্রে আহবান করার শেষ দিন হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তিনটি চালানে এ চাল সরবরাহ করতে হবে।
ইরানে আমদানিকৃত পণ্যের ৪ থেকে ৬ ভাগ হচ্ছে চাল। এর আগে ইরানে কৃষকদের চাল উৎপাদনে সহায়তার জন্যে চাল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এধরনের নিষেধাজ্ঞা আগামী ২১ নভেম্বর পর্যন্ত বহাল থাকছে।
ইরানের কৃষি উপমন্ত্রী আব্বাস কেশাভারজ বলেছেন, এ মৌসুমে ২৩ লাখ টন চাল উৎপাদন হয়েছে। বছরে ইরানে চালের চাহিদা হচ্ছে ৩০ লাখ টন। গিলান ও মাজানদারান প্রদেশে সর্বাধিক চাল উৎপাদিত হয়ে থাকে। ফিনান্সিয়াল ট্রিবিউন