Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। শনিবার রাজকোটে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত হেরেছে ৪০ রানে। এর ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে ৫৩ রানে জিতেছিল ভারত। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর।

নিউজিল্যান্ডের দেয়া ১৯৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। দলের পক্ষে অধিনায়ক বিরাট কোহলি ৪২ বল খেলে ৬৫ রান করে আউট হন। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি, মিচেল স্যান্টনার ১টি, ইশ সোধি ১টি ও কলিন মুনরো ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সেঞ্চুরি করেন কলিন মুনরো। ওপেনিংয়ে নেমে ৫৮ বল খেলে ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এই রান করার পথে সাতটি চার ও সাতটি ছক্কা হাঁকান কলিন মুনরো।

অন্যান্যদের মধ্যে মার্টিন গাপটিল ৪১ বল খেলে ৪৫ রান করেন। নয় বল খেলে ১২ রান করেন কেন উইলিয়ামসন। ১২ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন টম ব্রুস। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ১টি ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ইনিংস: ১৯৬/২ (২০ ওভার)
(মার্টিন গাপটিল ৪৫, কলিন মুনরো ১০৯*, কেন উইলিয়ামসন ১২, টম ব্রুস ১৮*; ভুবনেশ্বর কুমার ০/২৯, মোহাম্মদ সিরাজ ১/৫৩, জ্যাসপ্রীত বুমরাহ ০/২৩, যুজবেন্দ্র চাহাল ১/৩৬, আক্সার প্যাটেল ০/৩৯, হার্দিক পান্ডিয়া ০/১৪)।
ভারত ইনিংস: ১৫৬/৭ (২০ ওভার)
(রোহিত শর্মা ৫, শিখর ধাওয়ান ১, শ্রেয়াস আয়ার ২৩, বিরাট কোহলি ৬৫, হার্দিক পান্ডিয়া ১, মহেন্দ্র সিং ধোনি ৪৯, আক্সার প্যাটেল ৫, ভুবনেশ্বর কুমার ২*, জ্যাসপ্রীত বুমরাহ ১*; অ্যাডাম মিলনে ০/৩০, ট্রেন্ট বোল্ট ৪/৩৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১০, মিচেল স্যান্টনার ১/৩১, ইশ সোধি ১/২৫, কলিন মুনরো ১/২৩)।

ফল: ৪০ রানে জয়ী নিউজিল্যান্ড

সূত্র : ঢাকাটাইমস