খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: উৎসবমুখর পরিবেশে রাজধানীর আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে পঞ্চম দিনের মতো চলছে আয়কর মেলা।
রোববার সকাল থেকে ঝক্কি-ঝামেলা ছাড়া আয়কর দিচ্ছেন করদাতারা। শনিবার বিপুল সংখ্যক করদাতাদের উপস্থিতির কারণে মেলার সময় বিকেল ৫টা থেকে বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। মেলার সব দিনই রাত ৮টা পর্যন্ত সেবা দেয়ার দাবি জানান অনেকে।
এদিকে, আয়কর মেলার চতুর্থ দিনের সমাপনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন আয়কর আইন বাংলায় প্রণয়ন করার কাজ দ্রুত চলছে। মেলার চতুর্থ দিনে কর আদায় হয়েছে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকা। রিটার্ন দাখিল করেছেন ৫৩ হাজার ৬২৫ জন। আর প্রথম চার দিনে আদায় ১ হাজার ২ শ ১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৩৪০ টাকা। আজ ঢাকাসহ ৭৫ টি স্থানে ৫৩ টি জেলা ও ৯টি উপজেলায় মেলা চলছে। এছাড়া, ১৩ টি উপজেলায় ১ দিনের জন্য আজ ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।