
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আজ দুপুরে রাজশাহীর পবা উপজেলার গ্রীন গার্ডেনে আয়োজিত জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল এই দাবি জানান।
রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নেতার কর্মকান্ড ঢাকায় বসে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে বসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মনিটরিং করছেন। নেতাদের নিজেদের কর্মকান্ডের ওপর নির্ভর করবে আগামি নির্বাচনে কারা মনোনয়ন পাবেন। তিনি বলেন, আগামি নির্বাচনে প্রতীক ধানের শীষ। কে প্রার্থী হবেন তা কোনো ফ্যাক্টর নয়। প্রতীক ধানের শীষ, প্রার্থী বেগম খালেদা জিয়া। তাই সব ভেদাভেদ ভুলে আগামি নির্বাচনের সুফল ঘরে তুলতে বিএনপি নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনের ডাক এলেই ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম মন্ডল, নুরুজ্জামান খান মানিক, বজলুর রহমান, অধ্যাপক জাহাঙ্গির হোসেন, শামীমুল ইসলাম মুন ও আলাউদ্দিন আলো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, তাজমুলতান টুটুল ও রায়হানুল আলম রায়হান, বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পুঠিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাল, দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সাকলায়েন, চারঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টু, নওহাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, কাটাখালি পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
আলোচনা সভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।