খােলা বাজার২৪। বুধবার, ৮ নভেম্বর, ২০১৭: আবারও উপমন্ত্রীর মর্যাদা পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা ও অন্যান্য সব সুযোগ-সুবিধা দিয়ে আদেশ জারি করে।
তবে যতদিন পর্যন্ত আইভী মেয়র পদে থাকবেন ঠিক ততদিন পর্যন্তই তিনি এই পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। মেয়াদ শেষ হলে ওই মর্যাদার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও বাতিল হয়ে যাবে।
এর আগে গত বছরের ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাইদ খোকনকে মন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার। একইসঙ্গে আইভীকে দেওয়া হয় উপমন্ত্রীর মর্যাদা।
গত বছরের ২২ ডিসেম্বর আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব পান আইভী।
সূত্র: বিডি নিউজ