Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ৮ নভেম্বর, ২০১৭।।মো: রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরার মির্জারচরে দুই দল লাঠিয়াল বাহিনীর টেটাযুদ্ধ কিছুতেই বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না রক্তের হোলি খেলা। ব্যাহত টেটাযুদ্ধ এখন গ্রাম্য দাঙ্গায় পরিণত হয়েছে। মির্জারচরের গ্রামগুলো পরিণত হয়েছে বিরান ভূমিতে।
অব্যাহত সংঘর্ষের ধারাবাহিকতায় আজ রবিবার বিকাল ০৪ টা থেকে আবারো টেটাযুদ্ধ সংঘটিত হয়েছে। মির্জারচর গ্রামের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও ফারুকুল ইসলাম এর লাঠিয়াল বাহিনীর মধ্যে সংঘটিত এই টেটাযুদ্ধে বিগত ১২ বছরে ২২ জন নিহত হয়েছে বলে জানা যায়।
নিহত ব্যক্তিগন পেশারক আলীর ছেলে জামিল আলী (৩৫), সফুর আলীর ছেলে রবি আলী (৪৫), মোস্তফা (১৯), রতন মিয়া (২৬) আরো অনেকে, গুম হয়েছে- পুলিমা, হারুন মিয়া, মাইন উদ্দিন, জাকির হোসেন, রূপ মিয়া, আজিজুর রহমান, সাবেক মেম্বার হাবিবুর রহমান সহ আরো অনেকে এবং ৫৫০ জনের মত আহত হয়েছে বলে এলাকাবাসী জানায়। উক্ত টেটাযুদ্ধের সাথে নতুন করে যোগ হয়েছে রামদা, বটি, পিস্তল, পাওডার জাতীয় নিষির্দ্ধ ধাতু, ককটেল বিস্ফোরণ সহ অবৈধ অস্ত্র।
এ বছরের টেটাযুদ্ধে আহতদের মধ্যে নরসিংদী জেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন হেলাল, বাচ্চু, জয়নাল, কাশেম, বাসেরউদ্দিন, সুলেহা বেগম, আল-আমিন, জয়নাল, কলিমুদ্দিন, সালমা বেগম, বিলকিস নাহা, শাহিনুর আক্তার, বাসেদ মিয়া, আলামিন মিয়া, পারভিন বেগম সহ আরো অজ্ঞাত অনেকেই রয়েছে।
অন্যান্য আহত ব্যক্তিরা পুলিশি ঝামেলা এড়ানোর জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও আহতদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য উভয় লাঠিয়াল বাহিনী এলাকায় গ্রাম পর্যায়ের চিকিৎসকদের সেবা নিচ্ছে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাসেম উদ্দিন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিগত এক মাস ধরে টেটাযুদ্ধ সংঘটিত হয়ে আসছে। এতে আহত হয়েছে অন্তত ১৩২ জন ব্যাক্তি। ভাংচুর, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ঘটনা ঘটেছে অসংখ্য। লুটপাট ও চাঁদাবাজী হয়েছে কয়েক কোটি টাকার মালামাল।
এই বিষয়ে এলাকাবাসী গনমাধ্যম কর্মী সাইফুল ইসলাম রুদ্রকে জানায় যে, বিগত সময় ধরে এই জাফর ইকবাল ও তাহার লাঠিয়াল বাহিনীর সাথে যুক্ত হয়ে পুলিশের কর্মকর্তাগন মিলিত ভাংচুর সহ লুটপাট করে আসছে বলে জানায়।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করিলে তিনি জানায় বিগত যাবৎ বিদেশের টাকার লেনদেন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র এ ধরণের টেটাযুদ্ধ সংগঠিত হয়ে আসছে। তাই আমরা ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনে হিমশিম খাচ্ছি। বর্তমানে টেটাযুদ্ধের বিষয়ে রায়পুরা থানায় কোন মামলা মোকদ্দমা হয় নাই বা কোন আসামী গ্রেফতার হয় নাই।