খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো দুজন।
গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত।
নিহতরা হলেন মো. সাজ্জাদ মৃধা (৩০) ও সেন্টু মৃধা (২৮)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই এবং মৃধাডাঙ্গী গ্রামেরই বাসিন্দা।