Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭: খালেদার চোখে ছানি পড়েছিল, তাই বর্তমান সরকারের কোন উন্নয়ন চোখে পড়েনি। এবার লন্ডনে অপারেশন করে এসেছেন এবার উন্নয়ন দেখতে বাধা নেই বলেন মন্তব্য করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আজ বৃহস্পতিবার ডাকাতিয়া নদীর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির শাসন আমলে দেশে ৩০ লক্ষ মে. টন খাদ্যের ঘাটতি ছিল। সেই ঘাটতি পূরন করে ২১ লক্ষ মে.টন খাদ্য রপ্তানী হচ্ছে।

তিনি বলেন,জাতির পিতার পরে আর কেউ নদী খননের ড্রেজার আমদানি করে নি। ব্ঙ্গবন্ধুর আমদানি করা ৭ ড্রেজারই ছিল একমাত্র ভরসা।

এছাড়াও তিনি ব্ঙ্গবন্ধুর শাসন আমলের কথা স্মরণ করে বলেন,দেশে ৩ বছর ৭ মাস শাসন করে ৮ টি ড্রেজার ক্রয় করেন,অন্যদিকে জিয়া ৫ বছরে ক্রয় করেন ২টি। এছাড়াও খালেদার ১০ বছরে একটি ফেরিও ক্রয় করেনি। ৯-১৫ সালে ১৭টি ফেরি ক্রয় করেন শেখ হাসিনা সরকার নামার পক্রিয়ায় আরো ১২টি রয়েছে।তাই উন্নয়নের সকল দাবীদার শেখ হাসিনাকেই বলা যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ, নৌ পরিবহণ সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আঃ সামাদ, বিআইডাব্লিউটিআই চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক,চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল,পুলিশ সুপার সামছুন্নাহার পিপিএম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আঃ রশীদ মজুমদার,হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, হাজীগঞ্জ পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহবুব উল আলম লিপন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির,সাধারণ সম্পাদক সাফিউল বাসার রুজমন সহ সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রী,দলীয় নেতৃবৃন্দ।