Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭:  ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পরিচালনায় ২০১০(সংশোধিত) ” অনুযায়ী ২০১৬-১৭ কর বছরে ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: ব্যাংকিং খাতে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির নিকট থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা ৮ নভেম্বর ২০১৭ বুধবার শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা ২০১৭ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এসময় অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক এমপি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।