খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষ্যে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসং
খ্য মানুষ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। দেশ
বাসী এখনো প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি।
নেতৃবৃন্দ আরো বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। পতিত স্বৈরাচারকে সাথে নিয়ে সরকার উন্নয়নের তকমা হাজির করে গণতন্ত্রহীনতার পক্ষে কথা বলছে। অন্যদিকে ’৭১-এর ঘাতক চরম ফ্যাসিস্ট জামাতকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র রক্ষার বুলি আউড়াচ্ছে। রাজাকার আর স্বৈরাচারকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।
নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন-টিটোদের স্বপ্ন বাস্তবায়ন করতে বাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসমূহের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহŸান জানান।
শহীদ নূর হোসেন-টিটো দিবসে সিপিবি’র কেন্দ্রীয় কর্মসূচি
আগামীকাল ১০ নভেম্বর সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে(জিরো পয়েন্ট) এবং পরে মুক্তিভবনের সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবি’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।