Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ চলাকালীন তিনি পদত্যাগপত্র দেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি কারা হয়, বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে। এবার বিসিবি সভাপতি বিষয়টি নিশ্চিত করলেন।

তবে আনুষ্ঠানিকভাবে হাথুরুসিংহের কাছ থেকে বিসিবি কোন চিঠি পায়নি বলে দুপুরের দিকে জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি বলেছিলেন, ‘আমরা এখনো হাথুরুসিংহের কাছ থেকে পদত্যাগপত্র বা এ জাতীয় কিছু পাইনি। সে জন্য আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। তবে প্রয়োজন হলে আমরা তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করব।’

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করার কথা হাথুরুসিংহের। চুক্তি নবায়ন করায় চাইলেই চাকরি ছাড়তে পারছেন না তিনি। এর আগে এক মাসের নোটিশ দিতে হবে তাকে।

২০১৪ সালের মে মাসে টাইগারদের দায়িত্ব নেন তিনি। সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষে শেন জার্গেনসনের স্থলাভিষিক্ত হন এই লঙ্কান।

তবে, দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া মুশফিকের ফিল্ডিং পজিশন, শিষ্যদের বাজে পারফরমেন্সের জন্য সমালোচিত হন হাথুরু। এরপরই হাথুরুসিংহকে বিসিবির কাছে জবাবদিহির বিষয়টি নিয়ে কথা ওঠে।