খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: আজকে খুলনা ও কলকাতা ট্রেন সার্ভিস চালু হয়েছে। দীর্ঘ ৫২ বছর পরে আবার নতুন করে যাত্রা শুরু করলো খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করেছেন। এটা খুবই ভালো একটা দিক। বর্তমানে তো সকল দেশের সাথেই সকল দেশের যোগযোগ ব্যবস্থা উন্নত। ইউরোপের দেশগুলোতে একটা দেশের সাথে অন্য দেশের যাতায়াত ব্যবস্থা কতটা উন্নত। সেই সকল দেশে ভ্রমণ করতে কতভালো লাগে। তাছাড়া আমাদের দেশের খুলনা অঞ্চলের সাথে কলকাতা অঞ্চলের এক পরোন সম্পর্ক ছিলো।
বৃহস্পতিবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে প্রথমে মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে মানুষের চলাচল অনেক বেশি বেড়েছে। তবে বাংলাদেশের বেশির ভাগ মানুষ ভারতে যায় হচ্ছে চিকিৎসার জন্য। তুলনা মূলক সেখানে খরচ অনেক কম। দেখা যায় ভারতে গিয়ে চিকিৎসা করে আসলে বাংলাদেশের থেকে কম খরচ পরে। খুলনার সাথে কলকাতার একটা পরোন সম্পর্ক ছিলো। এই ট্রেন সার্ভিস চলু হওয়ার মাধ্যমে সেই সম্পর্ক আরো ভালো হবে আমি এমনটাই আশা করি।
নঈম নিজাম আরো বলেন, আমরা চাইলেই আমাদের প্রতিবেশিকে বদলাতে পারবো না। যারা আমাদের প্রতিবেশি আছেন তারাই আমাদের প্রতিবেশি থাকবেন। তবে আমরা আমাদের প্রতিবেশির দেশের কাছে আশা করবো তারা যেন আমাদের সাথে বড় ভাইয়ের মত আচরণ না করেন বরং তাদের সাথে আমাদের সম্পর্ক হবে হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক হবে পারস্পারিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক।