খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ উত্তরায় ফায়দাবাদস্থ সমিতির কার্যলয়ে কেক কেটে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো: বেলায়েত হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এম.আবুল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আ:সোবাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক খোলা বাজার পত্রিকার প্রকাশক মো: জহিরুল ইসলাম কলিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর হোসেন বলেন সকল ভেদাভেদ ভুলে আমাদেরে ঐক্যবদ্ধ হয়ে পিরাজপুরের উন্নয়নে কাজ করতে হবে। পিরোজপুরবাসীর জীবন-মান উন্নয়নে সকল শ্রেণী-পেশার মানুষকেও এই কল্যান সমিতির সাথে সম্পৃক্ত করতে হবে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে এই কল্যান সমিতির অনেক করণীয় আছে বলেও বলেন তিনি।
তিনি অবহেলিত পিরোজপুর সদর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি উন্নয়নে ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতি বিভন্ন পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।তিনি বলেন মানুষের জন্য নি:স্বার্থভাবে কাজ করলেই এই কল্যান সমিতি সবার হৃদয়ে স্থান করে নিবে। সবার বাহবা অর্জণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো: জহিরুল ইসলাম কলিম শুভেচ্ছা জানিয়ে বলেন- ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমিতির সকল সদস্যদের শুভেচ্ছা জানান।তিনি বলেন, ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতি ধীরে ধীরে পিরোজপুরবাসীর প্রাণের সমিতিতে রূপ নিচ্ছে।তিনি তাদের সকল কর্মকান্ডের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং এই সমিতির আগামীদিনের সকল কাজে তাদের পাশে থাকার কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কল্যাণ সমিতির সহ-সভাপতি মো:শাহাদাত হোসেন, সহ-সাধারন সম্পাদক মুরশিদ আলম,প্রচার সম্পাদক আ:রাজ্জাক মুনান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার,অর্থ সম্পাদক সাদিকুর রহমান,নির্বাহী সদস্য রেজাউল করিম লিটন এবং উপদেষ্টা কমিটির সদস্য -মো:শহিদুল ইসলাম,নেয়ামত হোসেন, মোসা.সালমা হোসেন, মো: কবির হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।