খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: কন্টেইনারে পন্য ওঠানামায় অক্টোবর মাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে চট্রগ্রাম বন্দর। নতুন যন্ত্রপাতি ক্রয়, পরিচালনা সুবিধা এবং জাহাজের গড় অবস্থান কমিয়ে আনার কারণে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। সূত্র- নিউজ টোয়েন্টিফোর
চট্রগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে বন্দরে যুক্ত হয়েছে নতুন নতুন যন্ত্রাংশ। এমন অবস্থায় আগের তুলনায় বন্দরের গতি বেড়েছে। ফলে অক্টোবর মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে।
চট্রগ্রাম বন্দরের মুখপাত্র জাফর আলম বলেন, চট্রগ্রাম কাস্টমহাউস ২৪ ঘন্টা খোলা রাখা এবং বন্দরের বহরে নতুন কিছু যন্ত্রাংশ যুক্ত হওয়ায় এমন সাফল্য এসেছে।
বিজিএমইএর সাবেক প্রথম সহ- সভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, বন্দরের সক্ষমতার পাশাপাশি যন্ত্রাংশ আরও বাড়ানোর দরকার আছে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, জনবল সংকটের কারনে পুরোপুরি বন্দর ব্যবহারের সুফল থেকে বঞ্চিত হতে হচ্ছে আমাদের।
অক্টোবর মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে ২ লাখ ৩৬ হাজার ৪১৫ টি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে।