খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: ক্রিকেটপাড়ায় বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহের পদত্যাগ। হঠাৎ করে এই লঙ্কানের টাইগার কোচের পদ থেকে পদত্যাগের কারণে বিস্মিত সবাই। বিস্মিত বাংলাদেশের ক্রিকেটাররাও। বাংলাদেশ দলের টেস্ট সংস্করণের অধিনায়ক মুশফিকুর রহীমও বিস্মিত। তবে এ নিয়ে না ভেবে বিপিএলেই মনোযোগ দিচ্ছেন তিনি। বিষয়টি ছেড়ে দিয়েছেন বিসিবির উপরই। তবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেই জানালেন, ‘আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন।’
.
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার কোচ হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে মুশফিক বললেন, ‘সিদ্ধান্ত কি হয়েছে, এখনও বলতে পারছি না। আর সবার মত আমিও বিস্মিত। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, এক সঙ্গে কাজ করেছি। জানি না কি কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। এর ভেতরে আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার। আমি কোনো মন্তব্য করতে পারব না। যেটাই হবে, আশা করি, আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন।’
দক্ষিণ আফ্রিকায় কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন মুশফিক। সংবাদ সম্মেলনেও প্রকাশ করেছিলেন ক্ষোভের কথা। গুঞ্জন কিছু ক্রিকেটারদের উপর অভিমান করেই পদত্যাগ করেছেন হাথুরুসিংহে। তবে পদত্যাগের বিষয়টি ধোঁয়াশাই রয়েছে গেছে মুশফিকের কাছে, ‘উনি যদি মনে করেন কোনো সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি বলতে আমরা জানি না উনি কেন এটা করেছেন। উনি নিজেও কোনো বিবৃতি দেননি কারণ জানিয়ে। উনি না আসা পর্যন্ত আমাদের কাছেও পরিস্কার নয়, আপনাদের কাছেও নয়। উনি আসলে বোর্ডের সঙ্গে বসে যেটা ঠিক করবেন, সেটাই হয়ত হবে।’
বিপিএলের পরই বাংলাদেশে পুর্নাঙ্গ সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। লঙ্কান মিডিয়ার দাবী নিজ দেশের কোচের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে। এমন হলে শুরুতেই বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে তাকে। তবে এনিয়ে ভাবছেন না মুশফিক, ‘অতদূর আমি আসলে ভাবিনি। এখন আমরা যে যেখানে আছি, যে দলের পক্ষে খেলছি, সেটা নিয়েই ব্যস্ত আছি। গত দুই দিনে আমাদের দুটি ম্যাচ ছিল। তো এসব নিয়েই ভাবতে হয়। খুব বেশি দূর ভাবতে পারিনি।’
তবে এসব নিয়ে না ভাবলেও খুব দ্রুতই এর সমাধান চান মুশফিক, ‘যতো তাড়াতাড়ি সমাধান হয়, ততো ভালো। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়।’