খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: হাজার কোটি টাকার মুনাফার তথ্য গোপন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। লাভের মুখ দেখার পরের থেকে ওয়েবসাইটেও আয় ব্যায়ের হিসেব হালনাগাদ করেনি প্রতিষ্ঠানটি।
এদিকে আর্ন্তজাতিক সংস্থা দিয়ে অডিট করাতে রাজি নয় সংস্থাটির প্রধান। আবার নিজেস্ব অডিট রিপোর্টও প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, জনগনের করের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ব্যাপক সংস্কার জরুরি।
ঢাকঢোল পিটিয়ে জ্বালানি তেলে সরকার যে হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে তা প্রচার করতেন নীতিনির্ধারকরা। তবে লোকসানের সে গল্প বদলে গেছে আর লোকসানের জায়গায় এসেছে লাভের অংক। বছরে কমপক্ষে ৬ থেকে ১২ হাজার কোটি টাকা মুনাফা করছে বিপিসি। যদিও বিপুল পরিমান লাভের এই তথ্য গোপন করছে পেট্রোলিয়াম করপোরেশন । তাদের ওয়েবসাইটে মিলছে না লাভ লোকসানের হিসাব।
এদিকে দেখা যায় তাদের নির্দিষ্ট ওয়েব পেজটি হাল নাগাদ করছে বিপিসি। এ সম্পর্কে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের লিড ইকোনমিষ্ট ড. জাহিদ হোসেন বলেন, ‘২০১০-১১ সালের পরের থেকে ২০১৫-১৭ সালের মাঝের কোন তথ্য তাদের ওয়েবসাইটে নেই।’
এদিকে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আধ্যাপক ম. তামিম বলেন, ‘বিপিসি হচ্ছে রাষ্ট্রীয় সেক্টরের সবচেয়ে অসহ্য একটা একাউন্ট। এখানকার হিসাব এমন ভাবে দেয়া যা জনগন বুঝে না। এবং অর্থ মন্ত্রণালয়ও জানে না তারা কিভাবে কি কাজ করবে।’
বিপিসির অর্থনৈতিক সচ্ছতা নিয়ে আর্ন্তজাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) বলছেন,বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করানোর পরামর্শ দিয়েছিলেন তারা। তবে সেটি করতে রাজি হয়নি বিপিসি।
এ সম্পর্কে পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম বলেন, ‘যদি কোন প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চায় তাহলে তাদের প্রয়োজনে নিজেরা অডিট করে নিতে পারবে। তাহলে অহেতুক কেন বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করিয়ে অর্থ ব্যয় করবো।’
এদিকে কনজ্যুমার এসোসিয়েসনের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ন্যায়সঙ্গত কথা তাদের মানতে হবে। আর অন্যায় নিয়ে কথা বলা তো কোন প্রতিষ্ঠানেরই সুযোগ নেই।’
অর্থনৈতিক সচ্ছতার পাশাপাশি বিপিসির ব্যবস্থাপনাতেও অনেক ঘাটতি আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজার কম থাকা অবস্থায় বিপিসি যখন মুনাফা করছে সে অবস্থায় বিপিসির আমুল সংস্কার দরকার।
সূত্র : যমুনা টিভি