Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিং নতুন কিছু নয়। ২০১০ সালের আগস্টে লর্ডসে আমির-বাট-আসিফদের স্পট ফিক্সিংয়ের পরও পিএসএলে একই কর্মকা-ে নিষিদ্ধ হয়েছেন নাসির জামসেদ, সারজিল খান। বিচার চলছে আরও অনেকের। তবে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-২০ টুর্নামেন্টের আগে দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেছেন, ক্রিকেটে এখনো ফিক্সিং হচ্ছে। এই স্পট ফিক্সিং পাকিস্তান ক্রিকেটের ইমেজকে দারুণভাবে ক্ষুন্নও করেছে।
পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের মূল অনেক গভীরে। এখনো সকল পর্যায়ের ক্রিকেটে ফিক্সিং হচ্ছে। সুতরাং সমন্বিতভাবে এটা উৎখাতে আমাদের সমন্বিত উদ্যগ প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘আমার প্রধান কাজ হবে মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের গাইড করা এবং এ সকল নোংড়া কাজ থেকে দূরে থেকে কিভাবে সুন্দর একটা ক্যারিয়ার গড়া যায় সে বিষয়ে তাদের বলা।’পিএসএলের আসন্ন তৃতীয় আসরে ইউনাইটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া ওয়াকার ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে নজর রাখবেন এবং তরুণ ক্রিকেটারদের মনিটরিং করবেন বলেও উল্লেখ করেন। দ্য ডন