খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরের মার্কেটে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।আহত হয়েছেন আরো অনেকে।সোমবার এ ঘটনা ঘটে।এমন তথ্য দিয়ে মঙ্গলবার খবর প্রকাশ করে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
আলেপ্পোর ওই শহরটি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর দখলে ছিল। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল।
ওই সংস্থার হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৫৩। এছাড়া সিরিয়া সিভিল ডিফেন্সও একই সংখ্যার কথা বলেছে।মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।
আতরেব সামে ওই শহরে বাস্তুহারা অনেক সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছেন।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছিলেন। ওই হামলায় নিহতদের মধ্যে চারটি শিশুও ছিল।