খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: নির্বাচনে সেনা মোতায়ন হবে কি হবে না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপির দাবি হচ্ছে সেনা বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়ে তাদেরকে মোতায়ন করতে হবে। আমরা আসলে প্রত্যেকবার নির্বাচন আসলে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে একটি হচ্ছে নির্বাচনের সময় সেনা মোতায়ন হবে কি হবে না? তবে আমার কাছে মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে।
সোমবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা।
তিনি আরো বলেন, আসলে নির্বাচন কমিশনকে সেই কাজগুলো আগে করা দরকার যেই কাজের মাধ্যমে মানুষ বুঝতে পারবেন যে তারা আসলেই রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে স্বক্ষম। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো থেকে পরামর্শ নেবেন কিন্তু তারা রাজনৈতিক দলগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। এই কাজগুলো করার আগে নির্বাচনে সেনা মোতায়ন করার বিষয় নিয়ে আলোচনা করার খুব বেশি গুরুত্ব আমার কাছে নেই।
গোলাম মোর্তোজা আরো বলেন, নির্বাচন কমিশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার জন্য সমান সুযোগ তৈরি করা। নির্বাচন কমিশনকে দেখতে হবে যে সেকি আসলেই প্রশাসনের উপর নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? এবং সেটা তারা পারবে কি পারবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করা।