খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: সম্প্রতি কর দিবস ২০১৭ উপলক্ষে কর অঞ্চল খুলনা আয়োজিত কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বি আর বি গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ মজিবর রহমান ও তাঁর পরিবার ২০১৬-১৭ কর বছরে কুষ্টিয়া জেলার ”কর বাহাদুর পরিবার” হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং উক্ত কর বছরে একই পরিবারের সদস্য মোঃ মজিবর রহমান, মোঃ পারভেজ রহমান ও মিসেস সেলিমা বেগম হয়েছেন কুষ্টিয়া জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা এবং মিসেস তানিয়া আফরোজ হয়েছেন সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ও সর্বোচ্চ কর প্রদানকারী তরুন পুরুষ করদাতার সম্মান অর্জন করেন মোঃ শামসুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমান ও তার পরিবার সেরা করদাতা হিসেবে স্বীকৃতি লাভের পাশাপাশি ‘কর বাহাদুর’ উপাধিতে ভূষিত হয়েছেন। এনবিআর সূত্র বলছে, একই পরিবারের ৫ সদস্য সেরা করদাতা এবং কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি লাভের বিষয়টি একটি বিরল দৃষ্টান্ত।
মজিবর রহমান ছাড়াও বিআরবি পরিবারের স্বীকৃতিপ্রাপ্ত অন্য চারজন হলেন- বিআরবি গ্রুপের ভাইস-চেয়ারম্যান মিসেস সেলিমা বেগম, বড় ছেলে বিআরবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, পারভেজ রহমানের স্ত্রী বিআরবি গ্রু অব ইন্ডাস্ট্রিজ’র পরিচালক মিসেস তানিয়া আফরোজ এবং মজিবর রহমানের মিসেস সেলিমা বেগম দম্পতির ছোট ছেলে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান।
সেরা কর দাতা এবং কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি ছাড়াও এ পরিবারটি (পুরুষ-মহিলা) উভয় ক্যাটাগরিতে কুষ্টিয়া জেলার শীর্ষ করদাতা পরিবার হওয়ার গৌরব অর্জন করেছেন।সেরা কর দাতা এবং কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতির পাশাপাশি এ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে সিআইপি হিসেবে ভূষিত হয়েছেন।