Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাইয়ের আদালত সামান্য অপরাধের শাস্তি আদালতের গড়ানোর পরিবর্তে জরিমানার শাস্তি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিনব এ শাস্তি আরোপ করা হয়েছে যেন দেশকে অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচানোর জন্য।

দুবাইয়ের এট্যার্নি জেনারেল ইসাম ঈসা আল-হুমাইদ বলেন, দুবাই পুলিশ স্টেশন অভিনব এ শাস্তি কার্যকর করবে।
নতুন এ সিদ্ধান্তের আওতায় গালি-গালাজ ও ফোনে অপ্রীতিকর কিছু করলে তার শাস্তি ২ হাজার দিরহাম। আর কেউ যদি আত্মহত্যার ব্যর্থ চেষ্টা কওে তাহলে তার শাস্তি ১ হাজার দিরহাম। স্যোশাল মিডিয়ায় যদি মানহানিকর কিছু করে তাহলে তার শাস্তি ৫ হাজার দিরহাম। হোটেলের কামরার ভাড়া অনাদায়ে ২০ হাজার থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা হবে।

সূত্র : জিউ নিউজ