খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: যৌন হয়রানিতে ক্ষতিগ্রস্থ নারীদের জন্য ‘ট্রমা সেন্টার’ তৈরি করছেন প্রখ্যাত গায়িকা লেডি গাগা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
নারীদের বাৎসরিক সম্মেলন ‘গ্ল্যামার’ এ এক বক্তৃতায় বাইডেন বলেন, আমরা ক্ষতিগ্রস্থ নারী-পুরুষের আজীবন সমস্যাগুলোর কথা অনুধাবন করতে পারি। ক্ষতিগ্রস্থ নারীদের দীর্ঘমেয়াদী সহায়তা দিতে ট্রমা সেন্টারটি ভূমিকা রাখবে। এটি মানসিক এবং শারীরিক সহায়তা দিবে।
এর আগে, ২০১৪ সালে ওবামা এবং বাইডেন ‘ইটস অন আস’ একটি যৌন হয়রানি বিরোধী প্রচারণা চালান। এই সময় তাদের সঙ্গী হয়েছিল লেডি গাগা। মজার বিষয় হল, তখন তাদের এই উদ্যোগের প্রশংসা করেছিলেন হার্ভে ওয়েনস্টেইনের মত ৫০টির ও বেশি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত তারকা। দ্য হিল