খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: জেলার গলাচিপা উপজেলার উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ধানের চাষ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছে বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।
খেলাধুলা বন্ধের পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত এ্যসেম্বিলী বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষকদের মাঝে ক্ষোভ থাকলেও ক্ষমতাসীনদের দৌরত্বে কেউ মুখ খুলতে সাহস পায় না। একাধিক শিক্ষার্থী ও অভিভাবক এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
জানা গেছে, ১৯৬৪ সালে গলাচিপার উলানিয়া বন্দরে প্রায় ১০ একর জমির উপর উলানিয়া হাট বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৫ সালে বিদ্যালয়টি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তর করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফিজুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুসারে বিদ্যালয়ের মাঠে ধান চাষ করা হয়ে থাকে। প্রতি বছর এটি করা হয় বলে জানান তিনি। খেলাধুলাসহ এ্যসেম্বিলীর কোন সমস্যা হয় না। তিনি আরো বলেন,ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বাইরে স্কুল কর্তৃপক্ষের কোন কাজ করার সুযোগ নেই।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন মন্টু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান,এটি বিদ্যালয় কর্তৃপক্ষ কোন অবস্থাতেই করতে পারে না। বিষয়টি আমাদের নজরে ছিলো না। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মো. হেমায়েত উদ্দীন জানান,বিষয়টি সরেজমিন পরিদর্শনের জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন । সম্পাদনা: উমর ফারুক