Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ : দেশের বিভিন্ন জেলা শহরে বিজ্ঞ আদালতে চলমান গোপন বিচারীক রায় প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী রিপোর্টারের বিস্তারীত বিবরন এই প্রতিবেদনে তুলেধরা হল।

তথ্য অনুসারে জানাযায় যে গত ২০১৩ হইতে ২০১৬ইং সাল পর্যন্ত সরকার বিরোধী দলের বিভিন্ন রকম কঠোর আন্দোলনে রাষ্ট্র পক্ষ দ্বারা দায়েরকৃত মামলা গুলী বিচারিক ব্যবস্থাপনা বর্তমানে বিভিন্ন আদালতে অত্যন্ত আইন বর্হিভুত ভাবে দ্রুত একতরফা বিচারীক নিস্পত্তির দিকে চলমান আছে। যাহার বাস্তবতার প্রেক্ষাপটে এমনো জানাযায় যে যাবৎ জীবন ও মৃত্যুদন্ডর মতন কঠোর রায়ের আদেশ দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও দায়রা আদালত বিবাদী পক্ষ ও তাহাদের নিযুক্ত আইন জীবির অনুপস্থিতিতে একতরফা ঘোষীত করছে।

এমনকি এইরুপ গুরুত্বপূর্ন বিচার প্রক্রিয়ার বৈধ কোন আইনি নিদের্শনা/সমন বা নোটিশ/সংবাদ প্রচারনার বিষয় কখনো প্রচার মাধ্যমকেও না জানিয়ে সর্ম্পূন গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যাহার কোন রাষট্রীয় গেজেট বা স্বারক কোন মন্ত্রনালয় থেকে আদৌ প্রকাশিত হচ্ছে না। যাহার ফলে চোখের আড়ালে পর্যবেক্ষন করে জানা যায় যে-গত ১৪/০৮/১৫ইং তারিখ রাতে লালবাগ থানা নিয়ন্ত্রনাধীন আজিমপূরে একটি যাত্রীবাহি বাসে কে বা কাহার পেট্রোল বোমা বিস্ফোরনে অগ্নি সংযোগ ঘটিয়ে বাস ড্রাইভার মোঃ নুর মাহমুদকে হত্যা সহ কন্ডাক্টর রুবেল মিয়া ও ৩জন যাত্রিকে গুরুতর আহত করে।

পরদিন রাষ্ট্র পক্ষ বাদী হয়ে লালবাগ থানায় ৫জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে সন্দেহাতীত মামলা দায়ের করেন কিন্তু পরবর্তিতে আই/ও তদন্ত সাপেক্ষে নিন্মে উল্লেখিত ৯জন আসামীকে অপরাধী চিহ্নিত করে বিচারীক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতপর দীর্ঘদিন মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অনিস্পত্তি অবস্থায় চলমান ছিল এবং রাষ্ট্র পক্ষের চাপে বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলাটি মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোন সমন বা নোটিশ জারি নাকরে ৪৫দিনের মধ্যে গত ৬/১১/২০১৭ইং একতরফা বিচারীক কার্যক্রম সমাপন করেন।

উল্লেখ্য যে হাজতী ২জন ও পলাতক ১জন আসামীকে ফাশিঁতে মৃত্যু দন্ডের সাজা ঘোষীত করা হয় এবং ২জন অল্পবয়সী পলাতক আসামীকে যাবৎ জীবন সশ্রম কাড়াবাস সহ ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে শুধু ৬মাসের কাড়াভোগের রায় ঘোষীত করেন। উপস্থিত ৪জন আসামী নিদোর্ষ প্রমানিত হওয়াতে তাহাদের মুক্তি প্রদান করেন।

মৃত্যু দন্ড ঘোষীত আসামীরা হলেন ১।জাফর উল্লাহ(৪৩),পিং-মৃত আজাদ মিয়া(জামায়েত রাজনীতিতে জরিত),২। ফজলে হাসান(৪২),পিং-মোঃ মোনায়েম(বি.এন.পি. রাজনীতির সাথে জরিত)৩। মোঃ সানাউল্লাহ সাইফ(৩৮),পিং-মোঃ আকবর আলী(বি.এন.পির রাজনীতির সাথে জরিত)। যাবৎ জীবন সাজা ঘোষীত ৪। মোঃ ইকবাল হাবিব (২৩),পিং-মোঃ আনোয়ার হোসেন(ছাত্র শিবির রাজনীতিতে জরিত),৫।সোহাগ আহমেদ (২১),পিং-খোকন আহমেদ(বি.এন.পি রাজনীতির সাথে জরিত)। সকল সাজা ঘোষীত আসামীরা লালবাগ থানার নিয়ন্ত্রনাধী স্থায়ি ও অস্থায়ি ভাবে বসবাসরত। মামলা থেকে নিঃস্কৃতি প্রাপ্ত আসামীরা ১। মোঃ জানে আলোম (২৭),পিং-মোঃআশরাফ উদ্দিন,২।জাকির খান(৩৫),পিং-ফিরোজ খান,৩। ইমরুল হাসান (৩৪), পিং-মৃত নোমান হোসেন,৪।সাব্বির আলম(৪০),পিং-হাজী রহমত মিয়া।তাহারা ৪জন কোন রাজনীতির সাথে জরিত ছিলনা এবং সকলে লালবাগ থানার নিয়ন্ত্রনাধীন স্থায়ি/অস্থায়ি বাসিন্দা।

প্রতিনিধি এই মামলা ও রায়ের  বিষয় আসামীদের পরিবার ও এলাকায় প্রতিবেশীর সাথে যোগাযোগ করে জানতে পাড়েন যে-তাহারা চরম ঘৃনা ও খোব প্রকাশ করে জানান যে এই রুপ অভিযোগের বিষয় পূর্বে কিছুই জানতো না। তাহারা নিশ্চিত হয়ে আরও অবগত করেন যে রাষ্ট্রবাদী থানা পুলিশ সরকারী ষড়যন্ত্রে রাজনৈতীক প্রতিহিংশা মূলক এই মামলার উল্লেখিত ৫জনকে অভিযোগে সর্ম্পূন নাটক সাজানো জরিত করেছে।

উপরন্ত আইন আদালত রাষ্ট্র পক্ষর প্রভাবে বিবাদী পক্ষকে কোন সমন/নোটিশ না পাঠিয়ে গোপনে মিথ্যা স্বাক্ষি প্রমানের উপর একরফা কঠোর অমাবীক সাজায় দন্ডিত করেছে। বিষয়টি নিয়ে প্রতিনিধি লালবাগ থানায় যোগা যোগ করলে কর্তব্যরত ও/সি সাহেব এবিষয় কোনকিছু তিনি জানেন না এবং কোন তথ্য প্রকাশে অসম্মতি জানিয়ে বিষয়টি সম্পূর্ন এড়িয়ে যায়। ফলে মামলার তদন্ত কর্মকর্তার সাথে এবিষয় দেখা করতে চাইলে জানতে পারেন যে তিনি ২বৎসর পূর্বে বদলি হয়ে বর্তমানে চট্টগ্রামে আছেন। এই মামলার রায়ের বিরুদ্ধে সাজাঘোষীত আসামীদের পক্ষে আতিœয় স্বজনরা উকিলের মাধ্যমে উচ্চ আদালতে আপিলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।