Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: সমগ্র বিশ্বের অর্ধেকেরও বেশি সম্পদের মালিক মাত্র ১ ভাগ মানুষ। নিউজ উইকের খবরে বলা হয়, পৃথিবীর সবচেয়ে ধনী এই জনগোষ্ঠীর আকাশচুম্বি শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী এক ধরনের আর্থিক সংকট তৈরি হয়েছে।

মঙ্গলবার ক্রেডিট সুয়েসের ‘বার্ষিক গ্লোবাল ওয়েলথ’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ধনকুবেরদের সংখ্যা হ্রাস পেয়েছে। এই হাতে গোনা ধনীদের সংখ্যা মাত্র ২০০।

যার ফলে এক ধরনের কৃত্রিম অর্থসংকট তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের মোট সম্পত্তির মধ্যে ৮৮ শতাংশের মালিক। যেটা বাকি ধনকুবেরদের সব সম্পত্তির মোট অর্ধেক সম্পত্তির সমান। শতাব্দীর শুরু থেকেই শীর্ষ ধনকুবেরের স্থান দখল করে থাকা ব্যক্তিরা ২০১৩ থেকে শীর্ষ ৫ ভাগ শেয়ারের মালিক।

উল্লেখ্য, ২০১৭ সালের মধ্যে কোনো ব্যক্তি যদি ধনকুবেরের তালিকায় নাম লেখাতে চায় তাহলে তাকে অবশ্যই ৩ হাজার ৫৮২ মার্কিন ডলারের মালিক হতে হবে।