খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: জাতিসংঘের বৈঠকের মাধ্যমে একটি বিষয় প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যাটা যে বাংলাদেশের সমস্যা নয় এটা এখন সবার সমস্যা। তবে জাতিসংঘের থার্ট কমিটি যে প্রস্তাবটা গ্রহণ করেছে সেটা আবার সাধারণ কমিটিতে যাবে। আমরা আজকে যে ভোটা গ্রহণ করতে দেখলাম সেটা হয়তো পরিবর্তন ঘটতে পারে। তবে দেখার বিষয় হচ্ছে ১৩৫টি রাষ্ট্র আমাদেরকে সমর্থন করেছে। তবে ১০টি রাষ্ট্র আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। সেখানে চীন ও রাশিয়া আছে। আমাদের সার্কেভূক্ত অনেক দেশ আছে যারা ভোদ দেওয়া থেকে বিরত থেকেছে। তবে ভারতের বিষয়টা তো আমরা বুঝি কিন্তু অন্যান্য দেশেগুলো কেন এমন করলো?
শুক্রবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন হুমায়ুন কবির।
তিনি আরো বলেন, নেপাল ও ভুটানও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকার বিষয়টি আমি বুঝতে পারছি না। আমরা তো তাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। এবং এখনো আমরা বিভিন্ন সময় তাদেরকে হাসায্য করি। বাংলাদেশের বন্দর দিয়ে আমরা নেপালের বাণিজ্য করার কথা আলোচনা করছি। সেই জায়গাতে নেপাল কেন বাংলাদেশের জায়গাটা বুঝলো না। তবে একটি বিষয় হচ্ছে যে, মানবাধিকার বিষয়ে কোন দেশকে চিহ্নিত করতে চায় না।
হুমায়ুন কবির আরো বলেন, আসলে রোহিঙ্গাদের বিষয়টা এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। সেই সাথে তাদের সাহায্য করাও প্রয়োজন। এবং সমাধানের ক্ষেত্রে সবার অংশগ্রহণই প্রয়োজন।