খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: ঢাকা থেকে একটু দুরেই আমিন বাজার। এখানে রয়েছে অসংখ্য ইটের ভাঁটা। চারদিকে তাকালে দেখা যাবে বড় বড় ইটের ভাঁটা থেকে বের হচ্ছে ধোঁয়া। সেখানে মনোযোগ দিয়ে ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। ইটের ভাঁটাগুলো এখানে অনেক বছর থেকেই রয়েছে।
এই ইটের ভাঁটাগুলো থেকে বের হওয়া ধোঁয়া পরিবেশ এবং মানবদেহের জন্য ক্ষতিকর বলে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই ক্ষতিকর ধোঁয়া বায়ু দূষণ করছে। আর এই বায়ু দূষণের ফলে মানুষের মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ।
এদিকে, বায়ু দূষণের ফলে মৌসুমী ফলের গাছগুলোতে কমে যাচ্ছে ফলের পরিমান। ফলে বাধ্য হয়ে গাছপালা কেটে ফেলছে স্থানীয়রা। সম্প্রতি দেখা গেছে সেখানে কৃষির পরিমান উল্লেখযোগ্যভাবে অনেক নিচে নেমে এসেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা গেছে, ৬,৮৯৩ ইট সারা দেশে ব্যবহার করা হয়েছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) জানায়, এমন একটি পদ্ধতি আছে যে মাটি না পুড়িয়ে ইট তৈরি করা যাবে। ইতিমধ্যে, কিছু সরকারি এবং বেসরকারি ইনস্টিটিউটগুলোতে এই পদ্ধতি ব্যাবহার করে ইট বানানো হচ্ছে।