Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হওয়া আর্জেন্টিনার সাবমেরিনটির সম্ভাব্য সিগন্যাল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। শনিবার স্যাটালাইটের মাধ্যমে সিগন্যাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়। সাবমেরিনটির খোঁজে দক্ষিন আটলান্টিক সাগরে অনুসন্ধান চালাচ্ছে তারা।

মন্ত্রনালয় থেকে জানানো হয়, এখন পর্যন্ত সাতটি ‘স্যাটালাইট কল’ সাবমেরিনে পাঠানো হয়েছে যা দূর্বল সিগন্যালের কারণে সাবমেরিন ক্রু’রা ধরতে পারেননি বলে মনে করা হচ্ছে। মন্ত্রনালয় কর্তৃপক্ষ থেকেও ধারণা করছে যে, ‘এআরএ সান জুয়ান সাবমেরিন’টির ক্রু’রাও যোগাযোগ করার চেষ্টা করছে।

সিগন্যালটি শনিবার দুপুরের একটু আগে পাওয়া গিয়েছিলো। কয়েক সেকেন্ডের জন্য সিগন্যাল পাওয়ার পর মন্ত্রনালয় থেকে জানানো হয়, ‘আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের একটি স্যাটালাইট কোম্পানি একত্রে সাবমেরিন খোঁজার পুরো চেষ্টা করে যাচ্ছে।’ খারাপ আবহাওয়ার জন্য সিগন্যাল পাওয়ায় সমস্যা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

সাবমেরিনটি খোঁজার জন্য কোন ধরণের কল করা হচ্ছে এ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি। সাবমেরিনটির শেষ অবস্থান পাওয়া গিয়েছিলো বুধবার, আর্জেন্টিনার দক্ষিন আটলান্টিক উপকূলের কাছে। রয়টার্স